
প্রকাশিত: Wed, Dec 28, 2022 4:11 AM আপডেট: Wed, Jul 2, 2025 2:13 AM
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আব্দুল জব্বার খানের প্রয়াণ দিবস, দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশের’ পরিচালক তিনি
মারুফ হাসান : [১] আব্দুল জব্বার খান ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার এবং পূর্ব বাংলার বাংলা চলচ্চিত্রের জনক হিসেবে সমাদৃত। তাঁর চিত্রনাট্য, অভিনয় এবং পরিচালনায় ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্র তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত। [২] আব্দুল জব্বার খান বাংলা ১৩২২ সালের ৭ বৈশাখ (১৯১৬ সালে) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মসদগাঁও নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী মোহাম্মদ জমশের খান। [৩] আসামের ধুবড়ী এলাকায় তাঁর বাবা পাটের ব্যবসা করতেন। সেখানেই শৈশবে তিনি স্কুলে ভর্তি হন। পাঠ্য অবস্থায় জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে। তিনি অভিনয় করেন ‘বেহুলা’, ‘সোহরাব রোস্তম’ নাটকে। প্রমথেশ বঙুয়া পরিচালিত ‘সিন্ধু বিজয়’ নাটকেও তিনি অভিনয় করেন।
নবম-দশম শ্রেণিতে পড়ার সময়ই তিনি নাটকের মূল চরিত্রে অভিনয় করেন। [৪] আব্দুল জব্বার খান ১৯৪১ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে চাকরিতে যোগ দেন। তিনি ১৯৪৯ সালে ঢাকায় এসে সংগঠিত করেন ‘কমলাপুর ড্রামাটিক এসোসিয়েশন’। এ সংগঠনের উদ্যোগে তিনি ‘টিপু সুলতান’ ও ‘আলীবর্দী খান’ নাটক মঞ্চায়ন করেন। পরে তিনি ‘ঈসাখাঁ’ (১৯৫০), ‘প্রতিজ্ঞা’ (১৯৫১), ‘ডাকাত’ (১৯৫৩),‘জগোদেশ’ (১৯৫৯) রচনা করেন।
[৫] ১৯৫৬ সালে তাঁর রচিত নাটক ‘ডাকাত’ অবলম্বনে তৈরি করেন ‘মুখ ও মুখোশ’ নামক চলচ্চিত্র। ‘মুখ ও মুখোশ’ই তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে তৈরি প্রথম সবাক চলচ্চিত্র। এ চলচ্চিত্রটি তিনি পরিচালনার সাথে সাথে এর মূল চরিত্রেও অভিনয় করেন। [৬] আব্দুল জব্বার খানকে ২০০২ সালে বাংলাদেশ সরকার মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। তিনি ১৯৯৩ সালের ২৮ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
